রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নওয়াজের স্ত্রীর নামে এফআইআর দায়ের অভিনেতার মায়ের

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওয়াজের স্ত্রীর নামে এফআইআর দায়ের অভিনেতার মায়ের

পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহেরুন্নিসা সিদ্দিকি। নওয়াজের স্ত্রী আলিয়ার নামে একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন তিনি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজের স্ত্রীকে তলব করেছে ভারসোভা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-পুত্রবধূর মধ্যে। তারই জেরে নওয়াজের স্ত্রী আলিয়ার নামে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (আঘাত করার উদ্দেশে অন্যের সম্পত্তিতে প্রবেশ), ৩২৩ (সামান্য চপেটাঘাত দেওয়া), ৫০৪ (গালিগালাজ করা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা করা হয়েছে।

আলিয়া ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে দায়ের মামলার প্রতিলিপ পোস্ট করে লেখেন, ‘আশ্চর্যজনক ঘটনা…. আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল সেটাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, আমি কি কোনওদিন সুবিচার পাব?’

এর আগে ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আলিয়া। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাতৎকারে নওয়াজের স্ত্রী বলেছিলেন, তিনি যখন নওয়াজের প্রথম সন্তানের মা হতে চলেছিলেন তখন অন্য নারীদের সঙ্গে ব্যস্ত থাকতেন অভিনেতা।

নওয়াজউদ্দিন ও আলিয়ার দাম্পত্য জীবন ১২ বছরের। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন নওয়াজ। আলিয়া-নওয়াজের ঘরে দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের সম্পর্কে চিড় ধরে বলে জানা যায়। তারপর থেকেই আলাদা থাকতেন দুজন। এরপর ২০২০ সালের মে মাসে নওয়াজের নামে ডিভোর্স মামলা করেন আলিয়া। তবে পরের বছরই সুর পাল্টে সেই মামলা প্রত্যাহার করেন। সেই সঙ্গে ফের একবার নওয়াজের সঙ্গে সংসার করার ব্যাপারে আগ্রহ দেখান।

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com