শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কম আলোচনায় থাকা ‘উৎসব’ মুক্তির পর দর্শক ভালোবাসায় সিক্ত

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কম আলোচনায় থাকা ‘উৎসব’ মুক্তির পর দর্শক ভালোবাসায় সিক্ত

ঈদে মুক্তি পাওয়া সব কম প্রচারণায় ছিল ‘উৎসব’। কিন্তু মুক্তির পর চমকে দিয়েছে ‘উৎসব’ নামের এক সাদা-সিধে পারিবারিক গল্প। কেবল চমক নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা হয়ে উঠেছে এটি দর্শকদের কাছে। হলভর্তি মানুষ, চোখে জল আর মুখে প্রশংসা—এটাই এখন ‘উৎসব’–এর আসল পোস্টার।

ঢাকার সিনেমা হলগুলোতে গেল তিন দিন ধরে প্রতিটি শো যাচ্ছে হাউসফুল। সরেজমিনে দেখা গেছে, অনেকেই পরিবার নিয়ে এসেছেন ছবিটি দেখতে। হল থেকে বের হয়ে কারও চোখ ভেজা, কেউ আবার মৃদু হাসছেন। বেশিরভাগের মুখেই এক অভিন্ন প্রতিক্রিয়া—ভাবতেই পারিনি এত ভালো সিনেমা হবে!

একজন দর্শক বললেন, এই ঈদে সত্যিকার অর্থেই পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা পেয়েছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায়, এটাই সেটা।

আরেকজন বললেন, তাণ্ডবের মধ্যে একটা উৎসবের মতো ছবি দরকার ছিল। নস্টালজিয়ায় নিয়ে গেল। ক্লাসিক কাল্ট হয়ে থাকবে।”

কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলেই ফেললেন—উৎসব না দেখলে মনে হবে আপনি এই ঈদে কোনো সিনেমাই দেখেননি!”

এই ভালোবাসায় আপ্লুত পরিচালক তানিম নূর। বলেন, এটা একেবারেই অভূতপূর্ব অভিজ্ঞতা। ‘উৎসব’ যেন সত্যিই ঈদের মধ্যে এক আলাদা উৎসব তৈরি করে দিয়েছে। প্রতিটি শো হাউসফুল, মানুষ কথা বলছে, অন্যদের জানাচ্ছে—এটাই আমাদের বড় অর্জন।

তানিম নূর আরও যোগ করেন, আমরা শুরু থেকেই বলে আসছি—এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। সেই সতর্কতা মানুষ মেনেও চলেছে। পরিবার নিয়েই আসছে, আর উপভোগ করছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর কাহিনি লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে এক অনন্য তারকাবহর—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com