রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   41 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

ঈদকে কেন্দ্র করে এবার মুক্তি পাচ্ছে মোট ছয়টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। বাকি সিনেমাগুলোও বিভিন্ন সংখ্যক হলে মুক্তি পাচ্ছে। নিচে প্রতিটি সিনেমার নাম ও কতটি হলে মুক্তি পাচ্ছে, তার তালিকা দেওয়া হলো:

তাণ্ডব

শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তার ‘তাণ্ডব’ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। হয়েছেও তাই। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’।

জানা গেছে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলা নূরের। এখানে ক্যামিও চরিত্রে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।
উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।


ইনসাফ

সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি সিনেমাপ্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছিল মুক্তির আাগেই। শাকিব খানের‘তাণ্ডব’ সিনেমার পর সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘ইনসাফ’। এটি ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২৫ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দার এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!” ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

‘নীলচক্র : ব্লু গ্যাং’

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভ এবং মন্দিরা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।


উৎসব

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা চালানো হয়েছে। সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’

‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে মোট সাতটি প্রেক্ষাগৃহে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

এশা মার্ডার: কর্মফল

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

টগর

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন ‘টগর’ সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরি।এই সিনেমাটি দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com