রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউজার্সি বাউন্ড হল্যান্ড টানেল সপ্তাহে ৬ রাত বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   271 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউজার্সি বাউন্ড হল্যান্ড টানেল সপ্তাহে ৬ রাত বন্ধ থাকবে

নিউ জার্সিমুখি হল্যান্ড টানেল আগামী ৩ বছর সপ্তাহে ৬ রাত বন্ধ থাকবে। নিউইয়র্ক-নিউজার্সি পোর্ট অথরিটি বলেছে, জার্সি বাউন্ড টানেল ৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের শেষ নাগদ বন্ধ থাকবে। শনিবার ছাড়া প্রতিরাতে বন্ধ থাকবে গাড়ি চলাচল। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ১১টায় বন্ধ হবে। খুলবে সকাল সাড়ে ৫টায়। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র শনিবার ও সরকারি হলিডের ছুটির দিনরাত এ বন্ধাদেশ থাকবে না।
পোর্ট অথরিটি উল্লেখিত সময়ে ড্রাইভারদের বিকল্প পথে নিউইয়র্ক সিটি ত্যাগ করতে পরামর্শ দিয়েছে। এতে তারা লিংকন টানেল ও জর্জ ওয়াশিংটন ব্রিজ ব্যবহার করতে পারবেন। ৯৫ বছরের এই টানেল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম টানেল। প্রতিদিন ১ লক্ষ গাড়ি যাতায়াত করে এই টানেল দিয়ে। টানেলের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন ও আধুনিকীকরনের জন্যই বন্ধ রাখা হবে বলে কর্তপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com