
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 427 বার পঠিত | পড়ুন মিনিটে
৫ লাখ নিউইয়র্কারের বকেয়া গ্যাস ও ইলেকট্রিক বিল মওকুফ করেছে স্টেট। এর সাথে ৫৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বকেয়া ইউটিলিটি বিল দিতে হবে না। গত বৃহস্পতিবার ১৯ জানুয়ারি গর্ভনর ক্যাথি হোকলের অফিস থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই ঘোষণা দেয়া হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে গর্ভনর হোকল বলেন, প্রত্যেক নিউইর্য়কার এফোর্ডেবল এনার্জি পাবার অধিকার রাখে। কিন্তু অর্থনৈতিক সংকটে অনেকেই লাইট বন্ধ করে রাখেন। হিট চালু করেন না। আমি স্টেট অফ দ্যা স্টেট ভাষনে নিউইয়র্কারদের এই শীতে উষ্ণ থাকতে ইউটিলিটি বিল রিলিফ করার প্রস্তাব করেছি।
নিম্ন মধ্যবিত্ত নিউইয়র্কাররা ৬৭৫ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছেন বকেয়া ইলেকট্রিক ও গ্যাসের বিল পরিশোধের জন্য। এছাড়াও ২০০ মিলিয়ন ডলার ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা পাবেন যাদের বাৎসরিক আয় ৭৫ হাজার ডলারের নীচে।
Posted ১০:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam