মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সম্মিলিত বরিশাল বিভাগবাসী’র নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্মিলিত বরিশাল বিভাগবাসী’র নতুন কমিটি গঠিত

সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ এর নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে যথাক্রমে মোহাম্মদ কায়কোবাদ খান ও লস্কর মইজুর রহমান জুয়েল। গত ২৭ এপ্রিল ২০২৫ রোববার ইটজি চাইনিজ রেস্টুরেন্ট, জ্যাকসন হাইট এ সংগঠনের সভায় এ কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি .এ সালাম আকন্দ। সঞ্চালক ছিলেন লস্কর মইজুর রহমান জুয়েল। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ ইমাম।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার, ডা. আব্দুস সবুর ,আক্তারুর রহমান মামুন, শওকত আকবর রিচি , ফারুক হুসাইন, শিরিন আক্তার, মোহাম্মদ কায়কোবাদ খান, কামরুজ্জামান বাচ্চু ও সাঈদ রহমান। কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাচ্চু। সভায় উপদেষ্টা ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম চৌধুরী, শওকত আকবর রিচি, ফারুক হুসাইন, শিরিন আক্তার, মোহাম্মদ নকিব খান, মনিরুল ইসলাম মনি, এস. এম মোজাম্মেল হক, কাজী রবি—উজ—জামান, সাঈদ রহমান , গোলাম বাচ্চু ,মাস্তাক আলম চৌধুরী,জালাল আহমেদ, মোহাম্মদ মনজুর হাসান বিপ্লব, মোহাম্মদ শামিম মিয়া, মোহাম্মদ হাসিব হোসেন, রাজিয়া ইসলাম, দেলোয়ার মোল্লা, আলম তালুকদার, নজরুল আলম, এমডি সিদ্দিকী, মিজানুর রহমান, ফারহানা বেগম, সোহরাফ সরদার, সুমন, জসিম, কাজী সাইদুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এমডি সালে উদ্দিন, এমডি আনোয়ার হোসেন, এমডি আলী হোসেন, এমডি মাসুদ সিকদার, টি এম রুহুল আমীন, মোসাম্মৎ রাশিদা বেবি, রীনা আবেদীন, এমডি নাসিম, এমএ বাশার খান, ফরিদা খান, নাবিলা খান ও নিলয় খান ।

Facebook Comments Box

Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com