
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 161 বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিমান নামলো ঢাকায়। শনিবার ১৯ এপ্রিল দুপুরে অবৈধ ইমিগ্র্যান্ট বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্র ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র তা নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠায়। গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী একটি আমেরিকান বিমান সংস্থা।
সম্প্রতি একই ধরণের চার্টার বিমানে ভারতের ৭ শতাধিক, পাকিস্তানের ৩৫ ও নেপালের ৩১ জন অবৈধ ইমিগ্র্যান্টকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে । বাংলাদেশিদের বহনকারি ফ্লাইটটি শনিবার দুপুরে ঢাকায় পৌঁছায়। আমেরিকা যাদের ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে কুমিল্লা জেলার ১ জন, নোয়াখালীর ২ জন, চট্রগ্রামের ১ জন এবং সিলেট জেলার ১ জন রয়েছেন ।
Posted ১১:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
nykagoj.com | Monwarul Islam