রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢোলের তাল ও লা‌ঠি‌খেলা দিয়ে সোহরাওয়ার্দীতে চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো শুরু

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢোলের তাল ও লা‌ঠি‌খেলা দিয়ে সোহরাওয়ার্দীতে চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো শুরু

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর পর্দা উঠল। আজ বিকেল চারটার দিকে সবার জন্য উন্মুক্ত আয়োজনটি শুরু হয়েছে।

জানা গেছে, চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের শুরুতে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, শিল্পকলার সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

পরিবেশনার শুরুতে ঢাকঢোল নিয়ে মঞ্চে আসেন ৫০ জন ঢুলি, বাংলার ঐতিহ্যবাহী ঢোলের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন শহুরে দর্শকেরা। এরপর লা‌ঠি‌খেলা পরিবেশন করেন একদল লাঠিয়াল।

বিকেল সোয়া ৫টার দিকে গান পরিবেশন করেন দলছুটের বাপ্পা মজুমদার। এরপর গান পরিবেশন কর‌বে ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর।

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুপার্ক সংলগ্ন শিখা চিরন্তন গেট ব্যতীত সকল গেইট দিয়ে দর্শক প্রবেশ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। এছাড়া ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com