রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ মাসের বিচ্ছেদকে সেরা ভুল বললেন মোরাতার স্ত্রী

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ মাসের বিচ্ছেদকে সেরা ভুল বললেন মোরাতার স্ত্রী

যাযাবর জীবন স্পেনের ইউরো জয়ী অধিনায়ক আলভারো মোরাতার। ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। কিন্তু থিঁতু হতে পারেননি। রিয়াল মাদ্রিদে খেলেছেন। আবার প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিও পরেছেন। জুভেন্টাসে খেলেছেন আবার এসি মিলানেও। খেলেছেন চেলসিতেও। বর্তমানে তিনি তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে খেলছেন।

ক্লাব ক্যারিয়ারের এই যাযাবর জীবনে ইতালিয়ান মডেল এলিস ক্যাম্পপেলোর সঙ্গে ঘর বাধেন তিনি। তাদের সংসারে আছে চার সন্তান। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে বিচ্ছেদ হয়ে যায় তাদের। হতাশার সময় কাটিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে ওই জুটি ঘোষণা দেয় যে, আবারো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

স্পেনের ইউরো জয়ী দলের অধিনায়ক ছিলেন মোরাতা। তখন তার সঙ্গে স্ত্রী ক্যাম্পপেলো ও সন্তানদের আলো কাড়তে দেখা যায়। ওই ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইতালিয়ান এই মডেল। জানিয়েছেন, তাদের দু’জনের সেরা ভুল ছিল ৫ মাস আলাদা থাকা।

ক্যাম্পপেলো বলেন, ‘আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল বিচ্ছেদে যাওয়া। আমরা প্রতিদিনই বলি- কীভাবে এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এটা আমাদের বড় শিক্ষা দিয়েছে। কারণ ওই সময় আমরা বুঝেছিলাম, একে অপরকে ছাড়া থাকতে পারবো না।’

ক্যাম্পপেলো জানিয়েছেন, ওই সময় তার বাবা তাকে সুপরামর্শ দিয়েছেন, ‘বাবা আমার খুব কাছের। তিনি আমার ওপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। তিনি বুঝতেন না- একে অপরকে এভাবে ভালোবেসে দু’জন কীভাবে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।’

Facebook Comments Box

Posted ৩:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com