শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

 জাকির চৌধুরীর উদ্যোগে সাংবাদিকদের সন্মানে ইফতার পার্টি ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 জাকির চৌধুরীর উদ্যোগে সাংবাদিকদের সন্মানে ইফতার পার্টি ও দোয়া মাহফিল

বিশিষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ী জাকির চৌধুরীর উদ্যোগে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সন্মানে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও দোয়া মাহফিল। এতে নিউইয়র্ক সিটিতে কর্মরত প্রায় ৫০ জন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক অংশ নেন। প্রতিবছর রমজানে জ্বনাব চৌধুরী এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। জাকির চৌধুরী বিএনপি ঘরণার একজন সক্রিয় রাজনীতিবিদ। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি। একজন প্রতিষ্ঠিত রিয়েল স্টেট ব্যবসায়ী ও সমাজ কর্মি। এবার ইফতারে তাকে সহযোগিতা করেন তারই ব্যবসায়িক পার্টনার আশরাফুল ইসলাম খোকন। জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে গত ২৯ মার্চ শনিবার এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাকির চৌধুরী বলেন, মানবতার কল্যাণ, গণতন্ত্রের উৎকর্ষ সাধন এবং অন্যায়—অবিচারের বিরুদ্ধে নিরন্তরভাবে কর্মরত সাংবাদিকদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বহুজাতিক এই সমাজে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা কমিউনিটি গঠনে ব্যাপক অবদান রাখছেন।

সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ডা. ওয়াজেদ এ খান এবং আবু তাহের, ব্যবসায়ী আসেফ বারি টুটুল, বিএনপি নেতা জসীম ভুঁইয়া, আবু সাঈদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আবাসন ব্যবসায়ী নাঈম টুটুল, সাংবাদিক সৈয়দ আজাদ, মনির উদ্দীন,হারুন চেয়ারম্যান, কাজি আমিনুল ইসলাম স্বপন ও আশরাফ খোকন । মাহফিলে অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী ছাড়াও ছিলেন বিএনপি, যুবদল, জাসাসের নেতৃস্থানীয়রা। একমাত্র ‘জাকির চৌধুরী ফাউন্ডেশন’ই গণমাধ্যম কর্মীগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলো। গত ক’বছর থেকেই এই ফাউন্ডেশন সাংবাদিকগণের সম্মানে ইফতার—মাহফিলের আয়োজন করে কমিউনিটির অনেকের দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল।

Facebook Comments Box

Posted ২:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com