রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্ক চাই না, আগে সিনেমাটা রিলিজ করতে দিন: সালমান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিতর্ক চাই না, আগে সিনেমাটা রিলিজ করতে দিন: সালমান

রাত পোহালেই প্রেক্ষাগৃহে ‘সিকান্দার’। উত্তেজনায় ফুটছে সালমান খানের ভক্তমহল। সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! এমন আবহে কোনওরকম বিতর্ক চাইছেন না সালমান খান।

অতীতে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন ভাইজান। এবার ‘সিকান্দার’ সিনেমা প্রচারে গিয়ে তাঁর মন্তব্য, ‘অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনও বিতর্ক চাই না ভাই। তাছাড়া আমার মনে হয় না, বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের জেরেই সিনেমার মুক্তি পিছিয়ে যায়, তেমন ঘটনার সাক্ষীও থেকেছি আমরা। এমনও হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত রিলিজ ডেট পিছিয়েছে। এখনও হাতে সময় আছে। আরও ৩-৪ দিন যেতে দাও, সিনেমাটা রিলিজ করুন।’

এরপর তিনি সালমান বলেন, “তবে বর্তমানে এটা সত্যিই ট্রেন্ড হয়েছে দেখছি। এই তো বছর খানেক আগে বিতর্কে পড়ে আমাকে ‘লাভরাত্রি’ সিনেমাটার নাম বদলে ফেলতে হয়েছিল। যদিও তার কোনও দরকার ছিল না, আর আমরা চাইওনি নামটা বদলাতে। তবে একটাই আর্জি, আমাদের পরিবার থেকে এই বিতর্ক বিষয়টা দূরে থাকুক। ইহজীবনেই অনেক দেখে ফেলেছি আর নয়!”

এদিকে রিলিজের আগেই শনিবার ‘সিকান্দার’ সালমানের পিঠ চাপড়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তাঁর অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে তার মন্তব্য, ‘ট্রেলার তো সুপারহিট। আমার ছোট ভাই, ওর জন্য আমি সবসময়ে প্রার্থনা করি। ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন, আর এই সিনেমাটাও সুপারহিট হবে।’

Facebook Comments Box

Posted ৯:০১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com