রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’ মুক্তি পাচ্ছে ঈদে, প্রকাশ পেল প্রথম গান

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’ মুক্তি পাচ্ছে ঈদে, প্রকাশ পেল প্রথম গান

শুরু থেকেই শোনা যাচ্ছিল, এই ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ উল্টো হয়ে হলে। মুক্তির মিছিলে যোগ হয়েছে শাকিব অভিনীত আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। ফলে ‘বরবাদ’ সিনেমার সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ল শাকিবের। আজ মুক্তি পেয়েছে সিনেমার টাইটেল গান ‘অন্তরাত্মা’।

গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন নটিয়াল। ইন্দ্রদীপ দাশগুপ্তের সংগীতায়জনে গানটিতে রীতিমত দেখা গেছে শাকিব খান ও দর্শনা বণিকের প্রেমের কিছু অংশ।

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। সবশেষে গেল রোববার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়। সেখান থেকে ছাড়পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।

‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলছেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছে। সেইসঙ্গে আমরা মুক্তির অনুমতি পেয়েছি। এখন হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। আশাকরি ঈদে সবার সঙ্গে অনন্দ ভাগ করে নিতে পারবো।’

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com