রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে: জয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে: জয়া

ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই।

ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।

অ্যাওয়ার্ড হাতে একগুচ্ছ ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এই গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।

জয়া আহসান এ পুরস্কার পাওয়ার পর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মীরা। অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আপা, আপনাকে অভিনন্দন। আমরা আপনাকে ভালোবাসি। আপনি আমাদের গর্ব।’

অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন! এই বসয় পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা সন্দেহ।’

প্রসঙ্গত, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

Facebook Comments Box

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com