রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে: শাকিব

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে: শাকিব

‘একটা সময় ছিল আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু দেশের মানুষই রিভিউ করতেন। এখন সেই জায়গা পরিবর্তন হয়েছে। বেশ কয়েক বছর হল দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরা রিভিউ দিচ্ছে এবং সেটা দিনকে দিন বেড়েই চলছে। বিশেষ করে আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষরা রিভিউ করছে। এটার অর্থ হল বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গা বেড়ে গেছে।’

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদলাভ অনুষ্ঠানে শাকিব খান এসব কথা বলেন।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই সনদগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিব আহসান, অভিনেত্রী, বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।

আসছে ঈদের সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘বরবাদের পোস্টার, টিজার ও গান সবার ভালো লেগেছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে। নিসন্দেহে এটা আমার জন্য ভালো লাগার বিষয়।’

এর আগে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেন শাকিব খান। তার কথায়, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে পণ্যের গুনগত মান উন্নয়নের জন্য পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দেশে স্থাপিত কারখানার মাধ্যমে গুনগত মান ঠিক রেখে পণ্য উৎপাদন করে যাচ্ছে রিমার্ক।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। এখন ৮ টি পণ্যের জন্য মিলেছে হালাল সার্টিফিকেট। এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা নিশ্চিতভাবে যেন ১০০ অতিক্রম করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আর এইভাবে একদিন বাংলাদেশের রিমার্ক বিলিয়ন ডলারের হালাল মার্কেটে নেতৃত্বস্থানীয় স্থানে পৌছাবে।’

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com