শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ বছর আগে দেখা, আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৫ বছর আগে দেখা, আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী

৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের একটি হোটেলে আযোজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।

তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়।

জানা গেছে, গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং তাঁর বিয়ে হয়েছিল। তাঁর ছয় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। আমির বলেন, তাঁর সন্তানেরা ও পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে; সবাই খুব খুশি।

আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান যে গৌরীকে তিনি শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। বর্তমানে অভিনেতা এ তিনি একসঙ্গেই থাকেন। আমির খান এদিন জানিয়েছেন যে তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তা–ই নয়, তিনি ভীষণ খুশিও গৌরীর সঙ্গে এই সম্পর্কে থেকে।

এদিন আমির খান জানিয়েছেন, গৌরীর সঙ্গে তিনি প্রেম করলেও তাঁর বর্তমান প্রেমিকা নাকি মোটেই তাঁর ছবি খুব একটা দেখেননি। শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন।

চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। গতকাল সেটা আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে তিনি দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com