রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন অভিনেত্রী পারসা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন অভিনেত্রী পারসা

অভিনেত্রী ও মডেল পারসা ইভানা অভিনয় দিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এবার হাতেকলমে যুক্তরাষ্ট্রের ফ্রিম্যান স্টুডিওতে অভিনয় শেখার প্রশিক্ষণ নেবেন তিনি।

দীর্ঘদিন ধরে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসার ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে স্কটের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।

এ প্রসঙ্গে পারসা বলেন, ‘কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে আমি বললাম, আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিষদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছে। যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’

আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন পারসা।

প্রসঙ্গত, আগামী ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।

Facebook Comments Box

Posted ৩:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com