
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 136 বার পঠিত | পড়ুন মিনিটে
বর্তমান ইমিগ্রেশন পরিস্থিতি কমিউনিটির মানুষদের মন থেকে আতঙ্ক দূর করা ও সঠিক আইনি পরামর্শ দিতে ইমিগ্রেশন সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ। গত ২৭ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারের আইস কর্তৃক ধরপাকড় এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটি সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ)। প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ্ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কট স্ট্রং, এটর্নী মঈন চৌধুরী, লাগার্ডিয়া কমিউনিটি কলেজের অধ্যাপিকা ড. সাজ হাইডি, অ্যাডভোকেট মুনিয়া সুলতানা এবং মাইকেল প্রিন্সটনের সহকারী লোকমান হোসেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইঞ্জি: মোহাম্মদ আব্দুস সোবহান, ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তোফায়েল আহমেদ, বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান, লায়নস আহসান হাবিব (সভাপতি ও সেমিনারের আহ্বায়ক), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, বিশিষ্ট আর্টিস্ট ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিজার, বরিশাল সমিতির নেতা আব্দুর রাজ্জাক এবং ইন্ডিয়ান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফরিদা আব্বাসী। সাপ্তাহিক পরিচয় পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল আহসান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রাক্তন জেনারেল সেক্রেটারি আক্তার হোসেন, সাপ্তাহিক আজকালের সিটি এডিটর অনিক রাজ, আই অন—এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রিমন ইসলাম, নিউজ টোয়েন্টি ফোর—এর পরিচালক শওকত হোসেন সেলিম, এটিএন বাংলার প্রতিনিধি কানু দত্ত এবং ফটোগ্রাফার নীহার সিদ্দিকী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
আজকাল সম্পাদক শাহ নেওয়াজ বলেন, আমাদের উদ্দেশ্য ও আদর্শ মানবকল্যাণ। আজকের সেমিনারের মাধ্যমে যদি মাত্র দুজন বাংলাদেশিও উপকৃত হন, সেটাই আমাদের সাফল্য। আমরা ইমিগ্রেশন বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত। যারা এখনো কোনো আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নন, তারা দেরি না করে আইনসম্মত উপায়ে নিজেদের অবস্থান বৈধ করুন। প্রকৃত অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিদের আইনজীবীদের পরামর্শ নিন। আমেরিকা ইমিগ্রেশন—বান্ধব দেশ। যদি কোনো বেআইনি কার্যক্রমে যুক্ত না হন, তবে আপনাকে এ দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয়। তবে ভুল পরামর্শ গ্রহণের কারণে অনেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন, যা এড়ানো উচিত।
শাহ শহীদুল হক বলেন, আমরা অভিজ্ঞতা সম্পন্ন ইমিগ্রেশন আইনজীবীদের নিয়ে কাজ করছি। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো কমিউনিটিতে সঠিক দিকনির্দেশনা দেওয়া। বিভ্রান্ত না হয়ে, সমস্ত ভীতি দূর করে সঠিক পরামর্শ গ্রহণ করুন, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আপনাদের উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লাগার্ডিয়া কমিউনিটি কলেজের একদল শিক্ষার্থী, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কমিউনিটির সেবায় কাজ করছেন। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ এবং আয়োজক কমিটির সদস্য সচিব মফিজুল ইসলাম রুমী।
Posted ৫:১১ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam