
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র রমজানে ইফতার আয়োজনে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি বংশোদভূত আমেরিকান এটর্নি মঈন চৌধুরী। রমাজানের প্রথম দিন থেকে নিউইয়র্ক শহরের বাংলাদেশিদের পরিচালনায় বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করছেন। রোজাদার ধর্মপ্রান মুসলমানদের আপ্যায়িত করেন ইফতার দিয়ে। সাথে থাকে নৈশভোজের ব্যবস্থা। এ বছর মসজিদগুলো অর্থভাবে রোজাদার মুসুল্লীদের ইফতার করাতে হিমশিম খাচ্ছিল। এমতাবস্থায় কমিিউনিটি একটিভিস্ট মঈন চৌধুরী এগিয়ে আসেন। ইতোমধ্যেই তিনি আবু হুরায়রা মসজিদ (এলমাস্টর্ জ্যাকসন হাইটস), রিয়াজুল জান্নাহ মসজিদ,বায়তুল জান্নাত জামে মসজিদ (ব্রুকলিন), ফুলটন জামে মসজিদ (ব্রুকলিন) ও ফুলতলি জামে মসজিদে ইফতারির স্পন্সর করেছেন। পুরো রমজানব্যাপী তার এই অবদান অব্যাহত থাকবে।
মঈন চৌধুরী আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডাইরেক্টর, যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের লাইসেন্সপ্রাপ্ত এটর্নি ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ। বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান মঈন দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের সেবা দিয়ে আসছেন।
Posted ৫:০১ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam