শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধদের সহায়তাকারি দেশ ও কর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধদের সহায়তাকারি দেশ ও কর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা!

 

অবৈধ ইমিগ্রেশনে সহায়তাকারি দেশ ও কর্তা ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার ৫ মার্চ সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

সেক্রেটারি অব স্টেট রুবিও ঘোষণায় বলেন, আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য আমাদের দেশের সীমানা সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসন রুটের দেশগুলিকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া বিদেশীদের ট্রানজিট রোধ এবং প্রতিরোধ করার জন্য তাদের ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি । যা বিদেশী সরকারি কর্মকর্তাদের উপর প্রযোজ্য হবে। অভিবাসন , শুল্ক কর্মকর্তা, বিমানবন্দর এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং অন্যান্য যারা জেনেশুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধদের প্রবেশে সহায়তাকারি বলে বিবেচিত হবেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ—পশ্চিম সীমান্তবর্তী দেশগুলো এই নীতিমালার আওতায় পড়বে সবচেয়ে বেশি।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, এই নতুন নীতিটি আমাদের বিদ্যমান ৩সি নীতির পরিপূরক হবে। যা ২০২৪ সালে সম্প্র্রসারিত হয়েছে। বেসরকারিভাবে যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অবৈধ অভিবাসীদের পরিবহন এবং ভ্রমণে সহায়তা করেন তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com