রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কিয়ারা না করায় ‘ডন-থ্রি’ সিনেমায় নায়িকা হচ্ছেন শর্বরী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিয়ারা না করায় ‘ডন-থ্রি’ সিনেমায় নায়িকা হচ্ছেন শর্বরী

‘ডন-থ্রি’ সিনেমা থেকে কিয়ারা সরে দাঁড়ানোর পর নায়িকা নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এ নির্মাতারা। অবশেষে তাদের নজর পড়েছে ‘বান্টি অউর বাবলি-টু’ সিনেমার অভিনেত্রী শর্বরী ওয়াঘ। তরুণ এ অভিনেত্রীকে নতুন করে ভাবা শুরু করেছেন পরিচালক ফারহান আখতার।

‘ডন-থ্রি’ সিনেমায় শর্বরী থাকবেন, এমনই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালকের কাছে। তারপরও কানাঘুষা চলছে অভিনেত্রী কৃতি শ্যাননকে নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু ‘ডন-থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিংকে নেওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে পারনেনি।

তবে প্রিয়াঙ্কার বদলে কিয়ারাকে অভিনেত্রী হিসেবে নির্বাচন করা নিয়ে খুব একটা শোরগোল করেননি নেটিজেনরা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোয় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কিয়ারার বদলে কে হবেন ‘ডন-থ্রি’ সিনেমার নায়িকা? এই প্রশ্নই এখন অনেকের মুখে। প্রযোজনাসূত্র আভাস দিয়েছে, নায়িকা হিসেবে কৃতি শ্যাননের কথা ভাবা হচ্ছে। কারণ শুরুতে ‘ডন-থ্রি’ সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটির জন্য কৃতিকেই ভাবা হয়েছিল। কিন্তু শেষমেষ তাকে বাদ দিয়ে কিয়ারাকে সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়।

তাই কিয়ারা যখন অভিনয় করছেন না, তখন কৃতি সেই সুযোগটা পেতে পারেন। কিন্তু প্রযোজনাসূত্র এমন আভাস দিলেও পরিচালক নজর শর্বরীর দিকেই। কারণ, ফারহান তাঁর গল্পের চরিত্রগুলো যেভাবে উপস্থাপন করতে চান, তার জন্য শর্বরীই পারফেক্ট বলে মনে করেন তিনি

Facebook Comments Box

Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com