রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন এক পলাশকে আবিষ্কার করলেন নির্মাতা অংশু

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন এক পলাশকে আবিষ্কার করলেন নির্মাতা অংশু

জিয়াউল হক পলাশ। তাঁর প্রথম পরিচয় নির্মাতা পরে তিনি অভিনেতা। দুই পরিচয় থাকলেও নির্মাতা হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। অভিনয়ে কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ তার অভিনীত ‘কাবিলা’ চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়। তার

সেই পরিচিতি ভাঙার প্রক্রিয়ায় রয়েছেন অভিনেতা। তারই রেশ মিললো নতুন নির্মাণ ‘খালিদ’-এর পোস্টারে। এখানে পলাশকে দেখা যাবে একজন বোহেমিয়ান বক্সারের চরিত্রে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু।

বৃহস্পতিবার (৬ মার্চ) নির্মাতা অংশু ও পলাশ ‘খালিদ’র পোস্টার সোশ্যাল সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেলো ভক্তরা।

তানিম রহমান অংশু জানান, নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন।

পলাশ বলেন, ‘এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ।’

‘খালিদ’-এ পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে নাটকটি। আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com