শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেই সময় মা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না: কুবরা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেই সময় মা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না: কুবরা

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করেই রাতারাতি পরিচিত পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও তাঁর পরিচিতি। বছর তিনেক আগে নিজের আত্মজীবনী লেখেন কুবরা। সেখানেই উঠে আসে তাঁর জীবনের অজানা অনেক কথা।

আত্মজীবনীতে কুবরা স্বীকার করেন, ৩০ বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে। যদিও এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। নিজের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা তৈরি করেছে এই ঘটনা। কোনও অনুতাপ নেই অভিনেত্রীর।

২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তারপর বেশ কয়েক পাত্র মদ্যপান করে এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। এর দিনকয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। জানার পর কষ্ট হয়েছে, হতাশা বোধ হয়েছে। তবে সেই সময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। তাই বাধ্য হয়েই গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়।

সেই পুরুষ তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই গোটা বিষয়টিই তাঁকে একলা সামাল দিতে হয়।

তিনি বলেন, ‘আমি সেই সময় খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, যা করেছি একা করেছি। কাউকে জানতে দিইনি। মানুষ হিসেবে বড্ড অপরাধবোধ হচ্ছিল কিন্তু আমার কিছু করার ছিল না। সিদ্ধান্তটা কঠিন ছিল তেমন নয়। আবার সেই সময় খুব যে শক্ত মনে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম তা নয়। তবে সে দিনের নেওয়া সিদ্ধান্তই যেন মানুষ হিসেবে দৃঢ়চেতা করেছে আমাকে।’

প্রসঙ্গত, অভিনয়ে আসার আগে কুবরা ছিলেন চাকরিজীবী। অবশেষে নিজের শখকেই মূল্য দেন। মুম্বাই গিয়ে বহু বছর বলিউডে নিজের ভাগ্যপরীক্ষা করেছেন। কাজ করেছেন নামজাদা অভিনেতাদের সঙ্গে, কিন্তু প্রচারের আলো পড়েনি তাঁর গায়ে। অভিনয় জগতে পা রাখার অনেক দিন পর ‘সেক্রেড গেমস্’ সিরিজে রূপান্তরকামী কুকু-র চরিত্রে নজর কাড়েন কুবরা। সূত্র: আনন্দবাজার।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com