রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক প্রেম: মধুমিতা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক প্রেম: মধুমিতা

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে। নেটপাড়ার একাংশ তো বটেই এমনকী সিনেজগতের ‘সতীর্থ’ ঋদ্ধি সেনের তোপের মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। আসলে, ভারতবর্ষ বানানটাই ভুল লিখেছিলেন মধুমিতা। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা দিলেন মধুমিতা।

ভিডিও সে বার্তায় মধুমিতাকে বলতে শোনা যায়, “বাংলা ভাষা আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। আর হ্যাঁ, বাংলাতেই হোক প্রেম।”

এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আমাদের মাতৃভাষা খুবই মিষ্টি ভাষা বাংলা ভাষা। সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’ আরেকজনের ভাষ্য, ‘শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’

প্রসঙ্গত, মধুমিতা সরকার ‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নেটিজেনদের মাঝে পরিচিতি পেয়েছেন। তার বাণিজ্যিক ও সমালোচকদের সফল সিনেমা চিনি ২ ও সূর্য।

Facebook Comments Box

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com