
বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান। ১৮ এপ্রিল আবারও একসঙ্গে সুরের মূর্ছনায় মাতবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুক কেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র বন্ধুরা।
এদিন ‘ক্লাসরুম’ মাতাবেন উড়াধুরাখ্যাত সংগীতশিল্পী প্রীতম হাসান ও ব্যান্ডদল লাললের সুমি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, এর আগেও ক্লাসরুমের বন্ধুদের মাতিয়েছেন নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুমসহ দেশের অনেক শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখের আমেজ নিয়ে ২০০১ ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’তে চমক হিসেবে হাজির হচ্ছে প্রীতম হাসান ও ব্যান্ড লালন।
তারা আরও জানান, মূলত সব বন্ধু একত্রিত করতেই আবারও আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে আনন্দ-আড্ডায় এবার আমাদের সঙ্গী হবে সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সুমি।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
nykagoj.com | Stuff Reporter