রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক

দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। বাধ্য হয়ে রাস্তায় রিকশা নিয়ে বের হয় তার মেয়ে। কিন্তু তাকে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার। এমন গল্পে পরিচালক অমিতাভ রেজা নির্মাণ করেছেন ‘রিকশা গার্ল’ সিনেমা।

মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে শতাধিক রিকশাচালক নিয়ে এই ছবির বিশেষ স্ক্রিনিং করা হয়। সিনেমা দেখে আবেগে ভাসেন বিভিন্ন বয়সী রিকশাচালকরা।

তারা জানান, কখনও ভাবেননি তাদের শ্রম কষ্টের কথা এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে, এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে।

‘রিকশা গার্ল’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, কনটেন্ট হেড আলী হায়দার, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী নভেরাসহ অনেকে।

নভেরা বলেন, ‘যাদের গল্প আমি সিনেমায় তুলে ধরেছি, আজ তাদের মধ্যে কিছু মানুষ একত্র হয়ে ‘রিকশা গার্ল’ দেখলেন। মনে হচ্ছে আজ আমার পরিশ্রম সার্থক হলো। যখন তারা ছবিটা দেখছিলেন অনেককিছু নিজের সঙ্গে রিলেট করে ফেলেন, যেটা সাধারণ অনেক দর্শক বোঝেননি। মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হলো আমি নিজের মানুষদের নিয়ে ছবিটা দেখলাম।’

বঙ্গ কর্তৃপক্ষ জানায়, যাদের পরিশ্রম ও দৃঢ়তা এই সিনেমা নির্মাণে সাহস যুগিয়েছে ওটিটিতে মুক্তির আগে তাদের কাছে গল্পটি পৌঁছে দিতে বিশেষ স্ক্রিনিংয়ের উদ্যোগ নেওয়া হয়।

সিনেমা হলে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি থেকে ‘রিকশা গার্ল’ দেখা যাবে বঙ্গ অ্যাপে। ৪৯ টাকায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।

নভেরা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

করোনা মহামারির আগেই শেষ হয় ‘রিকশা গার্ল’ শুটিং। ২০২০ সালে ছবিটি মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিলেও এই দীর্ঘ সময়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। পুরস্কারও জেতে ‘রিকশা গার্ল’। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়।

Facebook Comments Box

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com