রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলায় তারকাদের বই

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   33 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বইমেলায় তারকাদের বই

একুশের বইমেলায় নিয়মিত প্রকাশিত হয় শোবিজ অঙ্গনের তারকাদের বই। এসব বইয়ের প্রতি পাঠকদের থাকে অন্য রকম আগ্রহ। লেখক হিসেবে পাওয়া যায় অভিনয়শিল্পী, গায়ক, গীতিকবি কিংবা কিংবদন্তিতুল্য তারকাকে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে ফাহমিদা নবীর বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’।

ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন এ সংগীতশিল্পী। তাঁর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। শব্দশিল্প প্রকাশনী থেকে বের হচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে ফেসবুকে এক পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেন জানিয়ে এই শিল্পী লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

গত বছরের শেষে প্রকাশ হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। এটি এবার পাওয়া যাবে বইমেলায়। দশ বছর বয়স থেকেই মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন আবুল হায়াত। মঞ্চ, রেডিও, টিভি, সিনেমা, বিজ্ঞাপন–সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এ অভিনেতা ও নির্দেশক। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অনেক নাটক, পরিচালনাও করেছেন। জীবনের এ দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো আবুল হায়াত এক করেছেন আত্মজীবনীতে।

আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’ এটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’।

গ্রামের মানুষের ইন্টারনেট আসক্তি থেকে এক উদ্ভট গল্প উঠে এসেছে গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ‘টাইপ-সি’ উপন্যাসে। এটি আসছে অন্যপ্রকাশ থেকে। অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’ প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। বইটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত মা আয়েশা রহমান নীলুকে।

অভিনেত্রী শানারেই দেবী শানুর উপন্যাস ‘বাঘ মানুষ’ প্রকাশ করবে ‘আজব প্রকাশ’। একটি উপন্যাস ও একটি কবিতার বই প্রকাশ পাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’। এর প্রচ্ছদ করবেন আনিসুজ্জামান সোহেল। কবিতার বইয়ের নাম এখনও ঠিক হয়নি।

সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’ প্রকাশ হবে ‘আজব প্রকাশ’ থেকে। এছাড়াও নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও কণ্ঠশিল্পী পুতুলের নতুন বই আসার কথা রয়েছে মেলায়।

Facebook Comments Box

Posted ৫:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com