রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী প্রেমিকের জন্য বাড়ি ছাড়েন নীতু, পরিচয় ঘটে অন্য যুবকের সঙ্গে…

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী প্রেমিকের জন্য বাড়ি ছাড়েন নীতু, পরিচয় ঘটে অন্য যুবকের সঙ্গে…

জাহিদ নামের ছেলেটি বেশ শান্ত। একা মানুষ। পৃথিবীতে বলার মত তেমন কেউ নেই তার। নদীর পাড়ে বা পার্কে বসে থাকাই যার প্রধান কাজ। পাশাপাশি ছোট চাকরিও করে। অন্যদিকে ধনীর দুলালি নীতু। জেদি স্বভাবের মেয়ে। প্রেম করে প্রবাসীর সঙ্গে। এক সময় প্রেমের টানে বের হয়ে যায় বাসা থেকে। নানান নাটকীয়তার পর সে প্রেমিকের সাথে আর দেখা হয় না নীতুর। কিন্তু পরিচয় হয়ে যায় জাহিদের সাথে। এখানেও বিপদ। আশেপাশের লোকজন কোনওভাবেই চায়না নীতু জাহিদের সাথে মিশুক। এভাবে আগায় গল্পের প্লট।

এমন গল্প নিয়েই ইশতিয়াক আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘তোমার পাশেই রেখো’। যাতে মূখ্য চরিত্রে অভিনয় করেছন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। আগামী ২৩ জানুয়ারি গানচিল ড্রামা এন্ড সিনেমার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

নারায়ণগঞ্জের বন্দর, আনন্দ রিভারভিউ পার্ক, উত্তরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে নাটকটি।

নাটক প্রসঙ্গে আরশ খান বলেন, “গল্প-নির্ভর কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। ইশতিয়াক ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। উনার গল্প বলার ধরনটা খুব ভালো লেগেছে। গল্প, নির্মাণ সবকিছু মিলিয়ে দর্শক বেশ সাড়া দেবে বলেই আমার ধারণা।

সুনেরাহ বিনতে কামাল বলেন, “নাটকের গল্পটা ইশতিয়াক ভাইয়ের। পরিচালনাও উনার। নির্মাণটা দর্শকদের ভালো লাগবে। আরশ আর আর আমি ভালো বন্ধু। আমাদের একসাথে বেশ কিছু কাজ হয়েছে। অনেকগুলো নাটক আমরা একসঙ্গে করেছি। আমাদের বোঝাপড়া ভালো।”

এই গল্পে আরও দেখা যাবে বড়দা মিঠু, বাপ্পী আশরাফ, শসী আফরোজ, রাজ আরিয়ান, আকতার এবং আরোও অনেককে।

Facebook Comments Box

Posted ৬:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com