শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ

এক দশক পর পর্দায় ফিরলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধলেন জেমি ফক্স। লম্বা এ অবসরকে তাঁর জীবনের সেরা সময় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী।

বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ওহ মাই গড! আমার এটি [অবসর] ভালো লেগেছে, এটি আমার জীবনের সেরা ১০ বছর।’ অবসর নেওয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু স্বাধীনভাবে একজন মা, একজন স্ত্রী হতে এবং কিছুটা ব্যক্তিগত জীবন কাটানোর জন্যই অবসর চেয়েছিলাম।’

‘এটি খুবই দারুণ ছিল। আমাকে যদি প্রতিদিন ১০ ঘণ্টার জন্য পরিবার ছেড়ে থাকতে হয় [কাজের জন্য] তাহলে আমি তা [কাজটা] করতে চাই বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,’ বললেন এ অভিনেত্রী।

১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা ‘দ্য মাস্ক’ দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের। এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ওই বছর তাঁকে দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমাতে।

এবার এক দশক পর অভিনয়ে ফেরা। সেটি স্থায়ী হবে কিনা– এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএ’র সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com