
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 250 বার পঠিত | পড়ুন মিনিটে
বহিবিশ্বের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি শনিবার কুইন্স থিয়েটার অডিটরিয়ামে। ( @ Queens Theater Auditorium, Flushing Meadows Corona Park, 14 United Nations Ave S, Corona, NY 11368. Time : 6 PM. Free parking, box office will be open at 5.30 PM)। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব , পলাশ , অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম,খল অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী শবনম বুবলি, প্রিয়দর্শিনী মৌসুমী, তরুণ প্রজন্মের হার্ট থ্রব অভিনেত্রী দিঘী, গায়ক সেলিম চৌধুরী, প্রতিক হাসান, বিন্দুকনা,রানো নেওয়াজ, লালন কন্যা লায়লা, অংকন ও জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেরজান।
Posted ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam