সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুনা নিউইয়র্ক’র সভাপতি রাশেদ ও সাধারন সম্পাদক মমিন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   207 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুনা নিউইয়র্ক’র সভাপতি রাশেদ ও সাধারন সম্পাদক মমিন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) নিউইয়র্ক নর্থ জোনের ২০২৫—২০২৬ সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মপরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মুজমদার। সংগঠনের মজলিশে শুরার অধিবেশনে নতুন কমিটির সভাপতিকে শপথ বাক্য পাঠ করার মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

নব—মনোনীত সভাপতি জোন কর্মপরিষদের সঙ্গে পরামর্শ করে গত ২৪ ডিসেম্বর জোনের সাধারণ সম্পাদকসহ কর্মপরিষদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা তোহায়া আমিন খান।

ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বলেন, দায়িত্ব আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় এক মহান পরীক্ষা। যে কোনো বিষয়ের দায়িত্ব তাই যথাযথভাবে পালনের চেষ্টা করা উচিত। দায়িত্ব পালনে অবহেলা করলে আল্লাহ তায়ালার সামনে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ময়দানের চাহিদা ব্যাপক।

আল্লাহর দ্বীনে একজন দায়িত্বশীল তার কাজের পাশাপাশি আল্লাহর সঙ্গে বেশি বেশি সম্পর্ক বৃদ্ধি করতে হবে খুলুসিয়াতে সঙ্গে। তিনি বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং থাকবে। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ময়দানের আলোকে আমাদের সকলকে দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে।

নিউইয়র্ক নর্থ জোনের নতুন কমিটির সদস্যরা হলেন— সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সহ সাধারণ ও অফিস সম্পাদক দিদারুল আলম, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি বিভাগ পরিচালক প্রফেসর দেলোয়ার মজুমদার, ম্যানপাওয়ার অ্যান্ড এডুকেশন বিভাগ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, স্যোসাল সাভির্স বিভাগ মঞ্জুর আহমেদ, অর্থ অ্যান্ড দাওয়াহ বিভাগ নূরুস সামাদ চৌধুরী, হিউম্যান নিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ বিভাগ অ্যাডভোকেট আবুল হাসেম, ফ্যামিলি ডেভেলপমেন্ট বিভাগ মোহাম্মদ আব্দুল্লাহ, ওমেন কো—অডিনেটর আফরোজা হক মিতা, সহকারী ওমেন কো—অডিনেটর হাসিনা আক্তার, সুলতানা পারভীন, মুনা ইয়ূর্থ বিভাগ তামজিদুল ইসলাম, চিলড্রেন বিভাগ নিলুফা বানু, মুনা ইয়ং সিস্টার বিভাগ সালমা চৌধুরী, সহকারী ইয়ং সিস্টার কামরুন নাহার।

 

Facebook Comments Box

Posted ৩:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com