রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেল থেকে জ্যাকুলিনকে শতবর্ষী বাগান উপহার দিয়ে সুকেশের চিঠি

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেল থেকে জ্যাকুলিনকে শতবর্ষী বাগান উপহার দিয়ে সুকেশের চিঠি

২০০ কোটি টাকা পাচার মামলায় সুকেশ চন্দ্রশেখর গ্রেপ্তারের পর তার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উঠে আসে। বলা হয় সুকেশের থেকে দামি দামি উপহার নিয়েছেন জ্যাকুলিন। এজন্য কয়েকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেরার মুখে পড়তে তিনি। জেলে যাওয়ার পর থেকে সুকেশকে পাত্তা দেননি জ্যাকুলিন। তবে যখনই মনে হয়েছে তখনই জেল থেকে জ্যাকুলিনকে প্রেম নিবেদন করছেন তিনি। আর তা একেবারেই খালি হাতে নয়।

এবার জ্যাকুলিনকে প্রায় ১০৭ বছরের পুরনো আঙুর বাগান উপহার দিলেন সুকেশ। সঙ্গে দিলেন একটি লম্বা প্রেমপত্র।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বড়দিনে সবাই যখন মত্ত উৎসব পালনে ঠিক তখনই জ্যাকুলিনের কাছে পৌঁছল সুকেশের চিঠি। আর সেই চিঠির সঙ্গে ফ্রান্সের একটি আঙুর বাগানের দলিল।

চিঠিতে সুকেশ লিখলেন, ‘উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার সান্তা হতে কে আটকায়!’

দুর্নীতিকাণ্ডে জেল হওয়ার পর থেকেই ঠগ সুকেশ চন্দ্রশেখরকে পাত্তা দেন না জ্যাকুলিন। উল্টো, সুকেশের সঙ্গে তার সম্পর্ককে একেবারে ঝেড়ে ফেলতে চান।

এবারই প্রথম নয়, এর আগেও কয়েকবার জ্যাকুলিনকে চিঠি লিখেছেন সুকেশ। আরেক চিঠিতে সুকেশ লিখেছিলেন, ‘জ্যাকুলিন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এবং তুমি আমার হৃদস্পন্দনের কারণ। ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই মনে পড়ে। এই বিশেষ দিনে, আমি স্বীকার করতে চাই, জীবনে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। তবে তুমি চিন্তা করো না। যে গোল্ড ডিগাররা আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে তাদের আমি ছাড়ব না।’

Facebook Comments Box

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com