রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ তার রূপ চর্চা কীভাবে করেন সেই উত্তর জানতে অনেক নারী ভক্তই মুখিয়ে থাকেন। বিশেষ করে তার কালো রেশমি ও লম্বা চুলের রহস্য কি তা জানতে আগ্রহী অনেকেই।

সম্প্রতি ‘দ্যা উইক’ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তার চুল পরিচর্যার দায় দায়িত্ব পালন করেন তার শাশুড়ি বীণা কৌশল। পুত্রবধূর কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজ হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।

সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। পিঁয়াজ, আমলকী, অ্যাভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের জন্যে খুব উপকারী।’

তবে ক্যাটরিনার মুখে তার শাশুড়ির প্রশংসা এই প্রথম নয়। ২০২২ সালে ‘ দ্যা কাপিল শর্মা শো’ তে তিনি বলেন তার শাশুড়ির মিষ্টি আলু বানিয়ে দেওয়ার কথা।

তিনি সেখানে বলেন, ‘মা আমাকে পরোটা খাওয়ার জন্যে বেশ অনুরোধ করতেন কিন্তু আমি ডায়েটে ছিলাম দেখে এক কামড়ের বেশি খেতে পারতাম না। তাই মা এখন আমাকে মিষ্টি আলু তৈরি করে দেন।’

কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও পোস্ট করা হলে শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

Posted ৩:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com