রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে চিন্তিত না, আপাতত অন্য কিছু ভাবছি: ফারিয়া

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   31 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ে নিয়ে চিন্তিত না, আপাতত অন্য কিছু ভাবছি: ফারিয়া

ঢালিউডের গণ্ডি পেরিয়ে টালিউডেও সফল অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। কয়েকদিন পর পর বিয়ের গুঞ্জন উঠে নুসরাত ফারিয়াকে নিয়ে। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

আজ সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি বিয়ে নিয়ে চিন্তিত না।

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুজলেও চলবে। কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ’।

প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com