শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাবনূরের বিশেষ দিনে আনন্দের কথা জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   57 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাবনূরের বিশেষ দিনে আনন্দের কথা জানালেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় দুই তারকা শাবনূর ও পূর্ণিমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে দুজনেই অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন, কুড়িয়েছেন অগণিত ভক্ত অনুরাগীর ভালোবাসা। আজ শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ লক্ষ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’

গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অষ্টেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন।

অনেকের মনে ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, ‘সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।’

পূর্ণিমা বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

Facebook Comments Box

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com