রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রণবীরের সেলফিতে মেহজাবীন

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রণবীরের সেলফিতে মেহজাবীন

বলিউড তারকা অভিনেতা রণবীর কাপুরের সেলফিতে ধরা পড়লেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’। একই দিন উৎসবে হাজির হয়েছেন রণবীর কাপুর। সেখানেই দেখা হয় একে অপরের।

‘দ্য নিউ হোম অব ফিল্ম‌’ প্রতিপাদ্য নিয়ে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর।

উৎসবে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে সাক্ষাত হয়েছেন মেহজাবীনের। ছবি তুলে সেগুলো প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

‘সাবা’ সিনেমাটি নির্বাচিত হয়েছে রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে সিনেমা। শুধু তাই নয়, এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ হয়েছে প্রথম প্রদর্শনী। এরপর ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে।

মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে ৯০ মিনিটের সিনেমাটি। সবশেষে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করছে ‘সাবা’।

Facebook Comments Box

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com