রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষকে কি মানুষ বলে গণ্য করা হয়, প্রশ্ন আফজাল হোসেনের

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষকে কি মানুষ বলে গণ্য করা হয়, প্রশ্ন আফজাল হোসেনের

আফজাল হোসেনকে চিরসবুজ নায়ক বলা হয়। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাতা ও চিত্রশিল্পী। এছাড়া লেখালেখিও করেন। প্রায় সময় তাঁর লেখায় উঠে আসে সংস্কৃতিসহ দেশের নানা ইস্যু। এবার তাঁর লেখায় উঠে এলো ভিন্ন বিষয়।

মানুষকে কি মানুষ বলে গণ্য করা হয়? এই প্রশ্ন নিজের কাছেই করেছেন এই অভিনেতা। কারণ, অন্যকে এ প্রশ্ন করার সাহস হয় না, কে কি মনে করেন। তাই শুক্রবার ছুটির দিনে ফেসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, ‘মানুষকে কি মানুষ বলে গণ্য করা হয়- এই প্রশ্ন নিজেকে নিজে করি। অন্যকে করার সাহস হয় না, কে কি মনে করে! এর সঙ্গে, তার সঙ্গে কথা হয়। সবার মনেই দেখি ‘মনে করার’ ভয়। কোন কথার কে কী মানে করবে। অনেককাল ধরে মানুষের মনে ভয় জমতে জমতে এমন ভয়ানক অবস্থা হয়েছে ‘

তিনি বলেন, ‘মানুষ হাসতে চেয়েও হাসে না, খুশি হতে চেয়েও ভাবে, খুশি হওয়া উচিৎ হবে কি হবে না- আবার মন খারাপ হলে কেন তার মনখারাপ এই গবেষণা শুরু হয়ে যেতে পারে ভেবে দাঁত বের করে অকারণে হেসে থাকতে হয় মানুষকে। ছোটবেলায় ভূতের ভয় ছিল, এ বেলায় ভাব চক্কর দেখে মনে হয়- মানুষকেই মানুষের বেশি ভয়। এখনকার মানুষেরা আপনজনের পাশে বসেও মুখ খোলে সাবধানে।’

তিনি আরও লেখেন, মানুষ কবে থেকে সাবধান? দেশভাগ চোখে দেখা হয়নি। বড়দের গল্পে গল্পে জানা হয়- মানুষকে মানুষ বলে গণ্য করা হয়নি- সে কারণেই ভাগাভাগি। ৫২ সালে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে মানুষকে- কেন প্রাণ দিতে হয়েছিল? উত্তর একই। মানুষকে মানুষ বলে গণ্য করা হয়নি। একাত্তরের মুক্তিযুদ্ধ। যুদ্ধ না জানা মানুষদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, স্বাধীনতার খোয়াব সত্য করে তোলার আকাঙ্খায় মাটির মানুষদের আগুন হয়ে ওঠা, জীবনের বিনিময়ে হলেও নিজের করে পেতে হবে একটা দেশ, পতাকা- এই চাওয়ার কারণ। মানুষকে মানুষ বলে গণ্য করা হয়নি।

সব শেষে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ থেকে সোজা এই ২০২৪ এ আসি। শহর, রাজপথ উত্তাল হলো একটা মন্দ সম্বোধনে। বন্দুকের সামনে বুক পেতে দিল পবিত্রপ্রাণ তরুণ, কিশোররা। লাল সবুজ পতাকা আর আমাদের দেশ দেখলো আরও এক দফা বেদনাদায়ক রক্তপাত। নেপথ্যের মূল কারণ, ক্রমাগত অসন্মানিত হয়েছে মানুষ। মানুষকে মানুষ বলে গণ্য করা হয়নি। ৪৭ হোক বা ২০২৪, সকল কালে মানুষের চাওয়া, আশা একটাই- মানুষ তার প্রাপ্য সম্মান পাবে। মানুষকে মানুষ বলে গণ্য করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com