
প্রেস বিজ্ঞপ্তি | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত | পড়ুন মিনিটে
আবু জাফর মাহমুদ নিউইয়র্কে বসবাসকারী সকল জনসাধারণ ও সিডিপ্যাপ সেবা গ্রহীতাদেরকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক স্টেট গভর্ণরের প্রস্তাব বাতিলের জন্য আইনী প্রক্রিয়া অনেকদূর অগ্রসর হয়েছে। ইনজাংশন জারি করা হবে শিগগিরই। আগামী জানুয়ারি মাসেই সিডিপ্যাপ সেবার বিরুদ্ধে সকল ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে। এ বিষয়ে সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য সম্মাণিত সাংবাদিক ও সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কমিউনিটিকে বিভ্রান্ত করা, ভয়ে অস্থির করা, হয়রানির শিকার করা ভয়ানক অপরাধ। এহেন গর্হিত আচরণ থেকে বিরত থাকতে সকল মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন
Posted ৯:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam