রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান আবু জাফর মাহমুদের

প্রেস বিজ্ঞপ্তি   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপপ্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান আবু জাফর মাহমুদের
নিউইয়র্কে হোম কেয়ার সেবার অনন্য ব্যবস্থা সিডিপ্যাপ নিয়ে একটি কুচক্রি মহল মিথ্যা তথ্যসম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিউইয়র্ক স্টেট এর ৬০০টি সিডিপ্যাপ সার্ভিসেস-এর আওতাধীন ৩ লক্ষাধিক মানুষের গর্বিত সেবা ও সুযোগ সুবিধার চলমান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এক বিবৃতিতে একথা জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ কুইন্স কউিন্টির নির্বাচিত জনপ্রতিনিধি স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি বলেন, কতিপয় চিহ্নিত অসৎ লোক বিনা পয়সায় ভুয়া ‘পিসিএ’ ও ‘এইচএইচএ’ সার্টিফিকেট প্রদান করছে। কোনো ক্লাস করা ও প্রশিক্ষণ ব্যাতীত, এমনকি কোনো ফিস জমা ছাড়াই ইস্যুকৃত এসব সার্টিফিকেট ভুয়া ও অবৈধ। নিশ্চিত থাকা যায়, নিউইয়র্কে সিডিপ্যাপ গ্রহণকারীদের বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ করার পর পিসিএ সার্ভিস গ্রহীতাদের টার্গেট করেছে। তাই সিডিপ্যাপ সার্ভিস নিয়ে তামাশা সৃষ্টিকারী গভর্নরের অমানবিক অযৌক্তিক পদক্ষেপ প্রতিরোধে যে আইনগত ব্যবস্থা চলছে। তাতে আস্থাশীল সিডিপ্যাপ গ্রহীতাদেরকে বিভ্রান্ত করছে স্বার্থান্বেষী হীনমনা কিছু ব্যবসায়ী।

আবু জাফর মাহমুদ নিউইয়র্কে বসবাসকারী সকল জনসাধারণ ও সিডিপ্যাপ সেবা গ্রহীতাদেরকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক স্টেট গভর্ণরের প্রস্তাব বাতিলের জন্য আইনী প্রক্রিয়া অনেকদূর অগ্রসর হয়েছে। ইনজাংশন জারি করা হবে শিগগিরই। আগামী জানুয়ারি মাসেই সিডিপ্যাপ সেবার বিরুদ্ধে সকল ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে। এ বিষয়ে সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য সম্মাণিত সাংবাদিক ও সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কমিউনিটিকে বিভ্রান্ত করা, ভয়ে অস্থির করা, হয়রানির শিকার করা ভয়ানক অপরাধ। এহেন গর্হিত আচরণ থেকে বিরত থাকতে সকল মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন

Facebook Comments Box

Posted ৯:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com