রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রীন কার্ড আবেদনে এখন মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রীন কার্ড আবেদনে এখন মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক

 

ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) একটি নতুন নীতি বাস্তবায়ন করেছে যাতে নির্দিষ্ট কিছু আবেদনকারীদের তাদের ফর্ম ও-৪৮৫ (স্থায়ী বাসস্থান নিবন্ধন বা স্থিতি সামঞ্জস্য করার জন্য আবেদন) সহ তাদের মেডিকেল পরীক্ষার রিপোর্ট জমা দিতে হয়।

আগে আবেদনকারীরা তাদের মেডিকেল রিপোর্ট পওে জমা দিতে পারতেন। এখন মেডিকেল রিপোর্ট, ফর্ম ও-৬৯৩ (চিকিৎসা পরীক্ষার রিপোর্ট এবং ভ্যাকসিনেশন রেকর্ড) আবেদনের সাথে থাকতে হবে। ইমিগ্রেশন সার্ভিস সতর্ক করেছে , মেডিকেল রিপোর্ট ছাড়াই জমা দেওয়া আবেদনগুলি বাতিল করা হচ্ছে।

এই আপডেট করা নীতি মেনে চলার জন্য, আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ফর্ম ও-৬৯৩ পূরণ করা হয়েছে এবং একজন ইউএসসিআইএস মনোনীত সিভিল সার্জন দ্বারা স্বাক্ষর করা হয়েছে। তবে এটা নিশ্চিত যে আবেদনকারীর এমন কোনো চিকিৎসা শর্ত নেই যা তাদের স্বাস্থ্যগত কারণে আবেদন অগ্রহণযোগ্য করে দেবে।
নতুন নিয়ম অনুসারে গ্রীন কার্ডের জন্য আবেদন পত্র ৪৮৫ এর সাথে মেডিক্যাল রিপোর্ট দাখিল করতে হবে। অন্যথায়, গ্রীন কার্ডের আবেদন প্রত্যাখিত হতে পারে।

 

Facebook Comments Box

Posted ৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com