রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন আতিফ, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   31 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন আতিফ, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল

ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। কালো ক্যাপ ও মাক্স পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকে শেয়ার করেন সেই ছবি ও ভিডিও। তবে ক্যাপ ও মাস্ক পরা লোকটি শিল্পী আতিফ কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকের।

গায়ক ও সুরকার লুৎফর হাসান ছবিটি শেয়ার করে লিখেছেন, `উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গিয়ে মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেন। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়।’

এর আগে গত ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। টানা তিন ঘণ্টা গান গেয়ে দর্শক মাতান তিনি। স্টেজে ওঠার আগে ছিলেন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে।

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনও জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েন তিনি। সেখান থেকেই কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওটি সত্যি আতিফ আসলামেরই।

‘তু চাহিয়ে’ গান দিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট শুরু করেন আতিফ আসলাম। দর্শকদের উদ্দেশ্য বলেন, ‘বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য।’

Facebook Comments Box

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com