রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ের স্বপ্নই ছিল না, তবে কী হতে চেয়েছিলন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনয়ের স্বপ্নই ছিল না, তবে কী হতে চেয়েছিলন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডে গিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। কিন্তু এত খ্যাতি নাকি চাননি ‘দেশি গার্ল’। তার স্বপ্ন ছিল অন্য রকম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বললেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

অভিনয়ে নাকি কোনও আগ্রহই ছিল না প্রিয়াঙ্কার। এক প্রকার অনিচ্ছা নিয়েই অভিনয় শুরু করেন তিনি। তামিল ছবি ‘থামিজ হান’-এ বিজয়ের বিপরীতে প্রথম অভিনয় প্রিয়াঙ্কার। কিন্তু মোটেই খুশি ছিলেন না অভিনেত্রী।

মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কা ছবিতে অভিনয় করতে চাননি। এক জনের মাধ্যমে দক্ষিণ ভারতের ছবি থেকে প্রস্তাব পায়। আমি ওকে ছবির প্রস্তাবের কথা বলতেই, ও কেঁদে ফেলেছিল। প্রিয়াঙ্কা তখন কাঁদতে কাঁদতে বলেন, আমি ছবিতে কাজ করতে চাই না।’ মধু চোপড়া বলার পরেই প্রিয়াঙ্কা সেই দক্ষিণী ছবিতে অভিনয় করতে রাজি হন।

মধু আরও বলেন, ‘শুটিং শুরু হওয়ার পরে সেই ছবির কাজ ওর ক্রমশ ভাল লাগতে থাকে। ভাষা না জানলেও, কাজটি উপভোগ করতে শুরু করে। টিমের সবাই প্রিয়াঙ্কাকে খুব সম্মান করত।’

প্রিয়াঙ্কার স্বপ্ন ছিল, বড় হয়ে তিনি মনোবিদ অথবা ‘অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার’ হবেন। মেয়ের সম্পর্কে মধু চোপড়া জানান, অনেকেই প্রিয়াঙ্কার কাছে ছবির প্রস্তাব নিয়ে আসত। কিন্তু ওর কোনও আগ্রহ ছিল না। ও পড়াশোনাটাই মন দিয়ে করতে চাইত। ও পড়াশোনায় খুবই মনযোগী ছিল। কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জেতার পরে মায়ের কথা শুনেই অভিনয়ে মন দেন তিনি। পরে অবশ্য তা নিয়ে কোনও আক্ষেপ রাখেননি অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com