রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইবেন রাহাত ফাতেহ আলী খান

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   33 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইবেন রাহাত ফাতেহ আলী খান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টের আয়োজক স্পিরিটস অব জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়াও কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান গান পরিবেশন করবেন।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে।

কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

সংবাদ সম্মেলনে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন উল্লেখ করে বলা হয়, তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অর্থাৎ তার পারিশ্রমিক আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকেট বিক্রি শুরু হতে পারে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, চ্যারিটি কনসার্টটির টিকিটের শুভেচ্ছা মূল্য মোট তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তবে এর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

কনসার্টের অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা নিশ্চিতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুল হক সুপণ, অধ্যাপক ড. আনসারুল আলম, অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান, রোবায়েত ফেরদৌস, মোহাম্মদ মাহবুব কায়সার, ড. মো. সাইফুল আলম চৌধুরী, বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন।

সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মানবসম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান ও কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস. এম. এহসান উল্লাহ ধ্রুব, সংগীত বিভাগের ওয়াজীহ তওসীফ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নূর-এ-আলম, আইন বিভাগের আরাফাত চৌধুরী, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স শিক্ষার্থী হাসিব-উল-হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদমান নাজিব এবং আইইউবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:০০ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com