রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   62 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী

উর্বশী রাউতেলাকে বলা হয় বলিউড নায়িকাদের মধ্যে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। একাধিক বার বিতর্কে নাম জড়ালেও তার পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনও ঘাটতি হয়নি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। যদিও প্রেমের গুঞ্জনে অভিনেত্রীর কোনও স্বীকারোক্তি মেলেনি।

অনেকেরই প্রশ্ন, কবে বিয়ে করছেন উর্বশী? তিনি এবার নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না।

উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!

Facebook Comments Box

Posted ৬:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com