
বিনোদন ডেস্ক | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি।
এদিন বাঙালি রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ। মঞ্চে পারফর্মের পর তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান, সৌদিতে আগামিতেও সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন!
তিনি বলেন, ‘রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম। সেই সঙ্গে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করলো- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।’
জেমস বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’
রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter