
বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত | পড়ুন মিনিটে
বলিউড তারকা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার গান ঘিরে বিতর্কের পালে উত্তাল হাওয়া। এরইমধ্যে বজরং দলের রোষের মুখে পড়লেন এই বলি-জুটি।
মুক্তির আগেই পাঠান সিনেমা পড়েছে গুজরাতে বজরং দলের কর্মীদের রোষের মুখে। আমদাবাদের একটি শপিং মলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শাহরুখ-দীপিকার ছবির বড় হোর্ডিং।
টুইটারে একটি ভিডিওতে দেখা গেছে, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে কিছু লোক উত্তেজনা ছড়াচ্ছেন। শপিং মলের কর্তৃপক্ষ বজরং দলের সদস্যদের থামাতে চেষ্টা করেন। লাভ হয়নি এতে।
বজরং দলের সদস্যরা কর্ণবতীর ওই থিয়েটারের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলেন, এখানে দীপিকা ও শাহরুখের এই ছবি চালানো যাবে না। ধর্মের অবমাননা কখনও সহ্য করবে না বজরং দলের সদস্যরা।
একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ভিডিওর ওই ঘটনা বুধবারের।
প্রসঙ্গত, পাঠানের প্রথম গান মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। ইতোমধ্যে ছবিটি অশ্লীল বলে অভিযোগ করেছেন ভারতের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন।
প্রথমে ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুন ধিকিধিকি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। এই ছবির প্রতিবাদে রাস্তায় নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দেন সেখানকার পরমহংস আচার্য।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter