রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পা শেঠির বিরুদ্ধে সেই অভিযোগ ১১ বছর পর প্রত্যাহার

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিল্পা শেঠির বিরুদ্ধে সেই অভিযোগ ১১ বছর পর প্রত্যাহার

২০২৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পা শেঠি। এ শব্দটি বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করা হয় নায়িকার বিরুদ্ধে। শিল্পার বিরুদ্ধে করা হয় এফআইআর। সেই এফআইআর ১১ বছর পর প্রত্যাহার করে নেন রাজস্থান হাইকোর্ট।

জানা গেছে, রাজস্থান হাইকোর্টের আইনজীবী প্রশান্ত প্যাটেল এবং রাজ্যের আইনজীবীর সমস্ত যুক্তি শোনার পর ২০১৭ সালের ২২ ডিসেম্বর কোতোয়ালি চুরু থানায় দায়ের করা এফআইআর নম্বর ২৫৮/২০১৭ বাতিল করে দেওয়া হয়েছে, আইপিসি ১৫৩ (এ) ধারা এবং ধারার অধীনে অভিযুক্ত অপরাধের জন্য।

২০১৩ সালে অশোক পানওয়ার কর্তৃক এ অভিযোগটি দায়ের করা হয়েছিল পুলিশের কাছে। সালমান খান এবং শিল্পা শেঠি কথোপকথনের সময় নায়িকা ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল সেই সময়। এ অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা এবং তদন্ত শুরু হয়েছিল।

আদালতে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত প্যাটেল বলেন, ‘২০১৩ সালে যে কথাটি অভিনেত্রী বলেছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছিল, সেটি করা হয়েছিল ২২/১২/২০১৭ সালে। হিসাব করলে বোঝা যাবে, প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করা হয়েছিল, যা একেবারেই যুক্তিহীন।’

প্যাটেল আরও বলেন, ‘২০১৩ সালে যে অপরাধ করা হয়েছিল তার অভিযোগ করা হয় ২০১৭ সালে একটি ধারার অধীনে। ২০১৩ সালে এ ধারা প্রচলিত ছিল না তাই ২০১৭ সালের এ ধারার অধীনে কিছুতেই অভিনেত্রীকে শাস্তি দেওয়া সম্ভব নয়।’

অভিনেত্রীর আইনজীবীর এ বক্তব্যের ওপর ভিত্তি করে শিল্পার ওপর থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন রাজস্থান আদালত। যদিও শিল্পা এ বিষেয় এখনও কোনো কথা বলেননি।

Facebook Comments Box

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com