রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অস্কারের সঞ্চালক কোনান ও’ব্রায়েন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্কারের সঞ্চালক কোনান ও’ব্রায়েন

হলিউডের ডলবি থিয়েটারে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের [অস্কার] আসর বসবে আগামী বছরের ২ মার্চ। এবার অস্কার মঞ্চে আসছেন নতুন উপস্থাপক। আমেরিকান টিভিতারকা কোনান ও’ব্রায়েন অস্কারের আয়োজন সঞ্চালনা করবেন বলে জানা গেছে। এবারই প্রথম এ দায়িত্বে দেখা যাবে তাঁকে।

শুক্রবার নতুন সঞ্চালকের নাম ঘোষণা করেছেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং।

এমি অ্যাওয়ার্ডজয়ী কোনান ও’ব্রায়েন একাধারে টেলিভিশন সঞ্চালক, গল্পকার, প্রযোজক ও কমেডিয়ান। তিনি বলেন, ‘আমেরিকা এটিই দাবি করেছিল এবং এখন এটিই ঘটছে। আমি অস্কার সঞ্চালনা করতে যাচ্ছি।’

‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটির সঞ্চালক হিসেবে কোনান ও’ব্রায়েনের দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে। পাঁচটি এমি অ্যাওয়ার্ড ও ৩১টি এমি মনোনয়ন আছে তাঁর ঝুলিতে।

Facebook Comments Box

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com