
বিনোদন ডেস্ক | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত | পড়ুন মিনিটে
দাম্পত্য কলহ নিয়ে তারকা অভিনেত্রী পরীমণি যতটা সরব ছিলেন, শরীফুল রাজ ছিলেন ততটাই নীরব। ক’দিন আগে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ঘর ছাড়েন পরী। তখনও আত্মপক্ষ সমর্থন করেননি এ নায়ক। তবে গত দু’দিনে একটু একটু করে মুখ খুলতে শুরু করেছেন রাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যালেঞ্জও ছুড়ে দিলেন অজ্ঞাতপরিচয় গডফাদারদের প্রতি। হঠাৎ কেন দাম্পত্য ইস্যুতে রাজ কথা বলা শুরু করেছেন- শুক্রবার রাতে খোঁজ নিতে হাজির হলাম রাজ-পরীমণির বসুন্ধরার বাড়িতে। গেট থেকে জানানো হলো- রাজ বাসায় নেই। পরীর কথা এড়িয়ে গেলেন। বাইরে সুনসান নীরবতা।
নিরপত্তা প্রহরীরা যেন মুখে কুলুপ এঁটেছেন। বাসার সামনে অচেনা কাউকে দেখলেই এড়িয়ে চলছেন। এত কড়াকড়ির মধ্যেও মধ্যবয়সী একজন অস্ম্ফুট কণ্ঠে কী যেন বলতে চাইলেন। কাছে আসতেই তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলতালও দেখি তাঁদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না! এই বাসায় মিডিয়াকর্মী প্রবেশে বেশ কড়াকড়ি। এ কারণে বাসায় মিডিয়ার মানুষ আসছেন না।
পরী-রাজের বিষয়টি যতটা ফেসবুকে আসছে, তাঁদের মধ্যে আসলে এত কিছু হয়নি। জানতে চাওয়া হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরীর বেডরুমে রক্তমাখা বালিশের ব্যাপারে। এর উত্তরে প্রথমে নিশ্চুপ ছিলেন বাড়ির মধ্যবয়সী ম্যানেজার। কিছুক্ষণ পর রেগেই বললেন, এত কিছু বলতে পারব না। এটা বলা কি আমার দায়িত্ব? একটু শান্ত হয়ে আবার তিনি বলেন, ফ্ল্যাটগুলো দেখভাল করছি অনেক দিন। প্রতিদিনই তাঁদের [রাজ-পরী] সঙ্গে দেখা হয়।
অনেকে ভেবেছেন, পরীমণি রাজকে মেরে রক্তাক্ত করেছেন; বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না বলে কিছুটা আড়াল হলেন তিনি। এদিকে রাজ গতকাল নিজের ফেসবুকে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আমি তোমাদের দেখতে চাই। আমি ঢাকায় থাকি। আমি চিয়ার্স করতে চাই।’ কী কারণে রাজ এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে এটুকু স্পষ্ট, পর্দার আড়াল থেকে কেউ তাঁকে হুমকি-ধমকি দিচ্ছে। তা হয়তো পরীমণির হয়ে। সে কারণেই সম্ভবত রাজের এই পাল্টা চ্যালেঞ্জ।
সাংসারিক বিষয় নিয়ে খুব একটা বাক্য খরচ করেননি রাজ। স্ত্রী পরীমণি যখন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তুলকালাম শুরু করেন, তখন তিনি শুধু বলেছিলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট।’
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter