রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএটি পরীক্ষার প্রস্তুতিতে খান টিউটোরিয়ালের পরামর্শ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   105 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএটি পরীক্ষার প্রস্তুতিতে খান টিউটোরিয়ালের পরামর্শ

যুক্তরাষ্ট্রে কলেজ ভর্তির জন্যে এসএটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। এবিষয়ে কম্যুনিটির সবচেয় পুরনো ও সর্ববৃহৎ টিউটোরিয়াল প্রতিষ্ঠান খান’স টিউটোরিয়ালের প্রধান নির্বাহী ডা. ইভান খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজের ভর্তি পরীক্ষায় এসএটি স্কোর একটি বড় এবং গুরুত্বপুর্ণ বিষয়। এসএটি একটি মানসম্মত পরীক্ষা যা যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের রিডিং, রাইটিং, ল্যাঙ্গুয়েজ, ম্যাথ ও একটি সাবজেক্টের উপর প্রবন্ধ লিখতে হয়। এগুলো মূল্যায়ন করে ৪০০ থেকে ১৬০০ পর্যন্ত স্কোর ধার্য করা হয়। এবিষয়ে শিক্ষার্থীদের বিশেষ দৃষ্টি দিতে হবে। এসএটিতে ভালো স্কোর পেতে হলে আমি বলবো, পরীক্ষার দিনে শিক্ষার্থীদের প্রথমে পরিচিত প্রশ্নগুলোর উত্তর দেয়া উচিত, কোনো প্রশ্ন ফাঁকা না রেখে এবং প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়া উচিত বলে মনে করেন ইভান খান।

 

এসএটিতে ভালো স্কোর পেতে খান’স টিউটোরিয়ালস ছাত্রছাত্রীদের টিউটোরিং-এর মাধ্যমে প্রস্তুত করা হয়। নিবন্ধন পদ্ধতি, বিষয়গুলোর মধ্যে স্টুডেন্টের কি দক্ষতা আছে, কি ধরণের দূর্বলতা আছে, সেগুলো কিভাবে কাটিয়ে উঠা যায়, কিভাবে একটি ভালো স্কোর অর্জনের জন্য লক্ষ্য ঠিক করা হয়, কাঠামো নির্ধারণ, পরিকল্পনা তৈরী এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যাবহার ইত্যাদি বিষয় ছাত্রছাত্রীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয় খানস টিউটোরিয়াল ।

 

খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান জানালেন, প্র্যাকটিস টেস্ট শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং দক্ষতা বৃদ্ধি করে। যা আমরা ছাত্রছাত্রীদের শিখিয়ে থাকি। এসএটিতে ভালো স্কোর পেতে হলে প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়া উচিত। উত্তর দেওয়ার কৌশল, ধারাবাহিকতা, এ সব বিষয়ে খানস টিউটোরিয়াল অভিজ্ঞ শিক্ষকরা স্টুডেন্টদের বুঝিয়ে থাকেন যেন তারা ভালো স্কোর পেয়ে কাংখিত কলেজে ভর্তি হতে পারে এবং জীবনে সফল হতে পারে। (প্রেস বিজ্ঞপ্তি )

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com