সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুইন্স ও ব্রংকসে  সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুইন্স ও ব্রংকসে  সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসব

 

বাংলাদেশী কমিউনিটির কল্যাণে সবাই মিলেমিশে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেছেন বাংলাদেশ সোসাইটির নতুন ও বর্তমান কমিটির সদস্যরা। ভোটার, সমর্থক ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সেলিম—আলী পরিষদের বিজয় উৎসব ও নৈশ ভোজে তারা এসব কথা বলেন। গত ১১ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে তিব্বত কমিউনিটি সেন্টারের আয়োজিত হয় বিজয় উৎসব।

সেলিম—আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সোসাইটির বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, প্রধান সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম, বর্তমান ও নবনির্বাচিত সিনিয়র সহ—সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও নবনির্বাচিত সহ—সভাপতি কামরুজ্জামান কামরুল, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, মফিজুর রহমান, শাহজাহান সিরাজী, মোহাম্মদ আতোয়ারুল আলম। জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রুকলিন, উডসাউড ও ব্রঙ্কস এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম ও সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।

 

অনুষ্ঠানের সভাপতি শাহ্ নেওয়াজ তার বক্তব্যে বলেন, সেলিম—আলী প্যানেলেকে নির্বাচিত করা, সম্মানিক করায় ভোটারদের প্রতি প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগীতা, বুদ্ধি ও ধারণা নিয়ে সকলে মিলেমিশে বাংলাদেশিদের জন্য কাজ করবে বাংলাদেশ সোসাইটি। সেখানে কোন দল থাকবে নাম রাজনৈতিক হিংসা প্রতিহিংসা থাকবে না, দ্বিধা বিভক্তি থাকবে না, এটাই আমাদের প্রতিজ্ঞা। বিজয় উৎসব অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা।

বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া বলেন, বাংলাদেশ সোসাইটি সভাপতি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নির্বাচন শেষ সোসাইটি এখন আমাদের সবার। সোসাইটির স্বার্থে যে কোনো প্রয়োজনে এক সাথে কাজ করা এবং নতুন কমিটিকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।

 

১৯৭৫ সাল থেকে বাংলাদেশ সোসাইটিরকে এপর্যায়ে নিয়ে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। তবে নির্বাচন শেষে এখন সবাই এক। এখন আর সেলিম—আলী বা রুহুল—জাহিদ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল। কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়সহ সোসাইটকে এগিয়ে নিতে সবাই এক হয়ে কাজ করতে হবে। এজন সবার সকল বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করছি।

নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সোসাইটির সম্মানিত ভোটাররা ভোট নিয়ে সেলিম—আলী প্যানেলের সকল প্রার্থীকে নির্বাচি

ত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সোসাইটির নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা থেকে পাঠ করেন সানি গোপ। বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। শুভেচ্ছা বক্তব্য পর্বে আজমল হোসেন কুনু, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

সবশেষে ছিলো নৈশভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনায় ছিলেন সোসাইটির নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিক রাজ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েনের সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী, সিনিয়র সিটিজেন সদরুল নূর, সন্দীপ সোসাইটি সভাপতি ফিরোজ আহমেদ, সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, বাংলাদেস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন, সেলিম—আলী পরিষদের উপদেষ্টা আকতার হোসেন, উসমান গনি সহ—সমন্বয়কারী ফারুক হোসেন মজুমদার, ব্রুকলিন ও ওজোন পার্কের প্রধান সমন্বয়ক নাইম টুটুল, জ্যামাইকা কেন্দ্রের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম দেলোয়ার, জ্যাকাইকা কেন্দ্রের আহ্বায়ক আহসান হাবীব, ব্রঙ্কস কেন্দ্রের আহ্বায়ক মাহবুব আলম, উডসাউড কেন্দ্রের আহ্বায়ক হাসান মাহমুদ সোহেল, ওজোনপার্ক কেন্দ্রের আহ্বায়ক মকবুল রহিম চুনই, ব্রুকলিন কেন্দ্রের আহ্বায়ক এসএম ফেরসৌস, কমিউনিটি ব্যক্তিত্ব নাসির আলী খান পল,আলী ইমাম মজুমদার, আসেফ বাবরী টুটুল, এটর্নি মঈন চৌধুরী, আহসান হাবিব, নুরুল আজিম, আব্দুর রশীদ বাবু, আব্দুর রউফ লেবু, ফকরুল আলম, বাবুল চৌধুরী, শাহ জে চৌধুরী,মইনুল ইসলাম চৌধুরী, বদরুন নাহার খান মিতা, জাভেদ উদ্দীন, মামুন মিয়াজী, আবুল হোসেন, শাসসুদ্দিন, বিক্রমপুর সমিতির সাবেক সাধারণ সম্পাক মিঠু হামিদ প্রমুখ।

 

অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন রানো নেওয়াজ, শাহ মাহবুব, মরিয়ম মারিয়া, শিমুল খান, রেশমী মির্জা, কালা মিয়া, কামরুজ্জামান বকুল, করিম হাওলাদার, শামীম সিদ্দিকী, সেলিম ইব্রাহিম ও অনিক রাজ সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

 

ব্রঙ্কসে সেলিম-আলী’ পরিষদের
বিজয়ো ল্লাস ও নৈশভোজ

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আ¤্রলো সংগঠন বাংলাদেশ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের নিরঙ্কুশ বিজয় উৎযাপনে ‘বিজয় উল্লাস ও নৈশভোজ’ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর মঙ্গলবার ব্রঙ্কেসের গোল্ডেন প্যালেসে এ বিজয় উল্লাসের আয়োজন করে প্যানেলটির ব্রঙ্কস ব্যরো নির্বাচনী/নির্বাচন পরিচালনা পরিষদ। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ব্যরো’র আহবায়ক ও ফেঞ্চুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ নেওয়াজ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য বোরহান উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা কিনু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে নবনির্বাচিত পরিষদের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কন্ঠ শিল্পী রানো নেওয়াজ, নবনির্বাচিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ এবং সংগীত শিল্পী রেশমি মির্জা।

বক্তব্য রাখেন, জুনেদ আহমেদ চৌধুরি, আব্দুল হাসিম হাসনু, এ ইসলাম মামুন, সোহান আহমেদ টুটুল, ফয়সল আহমেদ, রেজা আব্দুল্লা, সামাদ মিয়া জাকের, মোতাহার রুবেল, ইমরান আলী টিপু, খন্দকার মো: আব্দুল বাকী, রেজাউল হক রুহেল, লিয়াকত আলী, সরওয়ার চৌধুরী, শাহ কামাল, বুরহান উদ্দিন, সাব্বির হোসেন, দীপঙ্কর দেব, কাজী রবিউজ্জামান, শাহ বদরুজ্জামান রুহেল, হুমায়ুন কবির সোহেল, আবুল কালাম আজাদ টিপু, সাদিকুর রহমান, সোহেল আহমেদ, শেখ অলি আহাদ, সাইদুর রহমান সেলিম, মাসুম আহমেদসহ ব্রঞ্চ কমিটির নেতৃবৃন্দ।

মঞ্জুর চৌধুরী জগলু, রোকন হাকিম, মোস্তাকুর রহমান চৌধুরী লিটন, মারুফ আহমেদ, শাহেদ আহমেদ, শামিম মিয়া, আম্বিয়া মিয়া, মাজলুল আহমেদ কামরান, আনোয়ার জাহিদ ,মিয়া মো. আছকির, সেলিম রেজা, শফিকুর রহমান, কামরুজ্জামান শামীম, রবিউজ জামান, জহুরুল আলম, মো. খোরশেদ আলম, রুকন আহমেদ, মো. আজাদ, তাহের আহমেদ কামেল, কাজীরুল ইসলাম শিপন, আফতাব উদ্দিন খান মোহন, ইসকন্দর আলী মিন্টু, রিপন সরকার, মো. আবু ফজর, সাইদুল ইসলাম, গোলজার হোসেন, মুহিবুল হক, আবুল কালাম আজাদ সাবু,হেলাল আহমেদ, মো. আলী রাজা, সুমন চৌধুরী, ফখরুল চৌধুরী, স্বপন তালুকদার, দিনারুল ইসলাম, রায়হান আহমেদ, সুমন খান, নাজমুল ইসলাম রাসেল, মো. হাসান চৌধুরী, শেখ আলী, আজাদুল ইসলাম আলমগীর, শাহাদাত হোসেন, আশিকুল হক, ফারুক আহমেদ, মাহবুব চৌধুরী, জাকের রহমান, রায়হান জামান রানা .ফয়সাল আবেদীন সেলিম, কবির আহমেদ ফারুক, মো. মুকিত, মো. আজাদ, সাজন খান, এনামুর রহমান মঞ্জু, মারুফ রশিদ, নোমান আহমেদ, ইব্রাহিম বার ভূইঞা সারোয়ার হোসেন, গোলাম মুহিত, শামীম মিয়া, সুলতান মাহমুদ সিদ্দিক, মোহাম্মদ করিম, আনোয়ার জাহিদ, বদরুল ইসলাম মিন্টু, মোহন হোসেন, আব্দুল খালেক, শাহ রাজু, নুরুল হোসেন খোকন, ফরহাদ লিটু, এনামুল ইসলাম খান, আব্দুস সামাদ, রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, সুমন আহমেদ, জাবের আহমেদ, বাপ্পু তালুকদার, শিপন আহমেদ, রায়হান জামান রানা ,তানভীর তালুকদার, হেলাল আহমেদ, মতিউর রহমান মিতিক, তারেক আহমেদ, সাইফুল ইসলাম, ওয়াকিব আহমেদ, জাহেদুল ইসলাম, জুয়েল আহমেদ, মো. ইহতিশামুল হক রোকানী ,জাকারিয়া সরকার ,সুয়েব আহমেদ , খালেদ মিয়া, চৌধুরী মোমিত তানিম ,আব্দুল হালিম ফারুক আহমেদসহ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি এ বিজয়ের জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোসাইটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মিডিয়াসসহ কমিউনিটির সকলের সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com