রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাসকে নিয়ে তিন সিনেমার ঘোষণা, মুক্তি কবে?

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রভাসকে নিয়ে তিন সিনেমার ঘোষণা, মুক্তি কবে?

কয়েক বছরে একের পর এক ব্যর্থ সিনেমার চাপে নিজের তারকা তকমা খোয়াতে বসেছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। ‘সাহো’, ‘রাধে শ্যাম’র পরে বক্স অফিসে ধরাশায়ী ‘আদিপুরুষ’ও। এরপর ‘সালার’র মাধ্যমে তিনি স্রোতে ফিরে আসেন। চলতি বছরে ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে দর্শক প্রভাসকে দেখেছেন। এবার এল নতুন ঘোষণা। প্রভাসকে নিয়ে তিন সিনেমা ঘোষণা দিয়েছেন প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’।

‘সালার’-এর প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’র সঙ্গে তিনটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজনা সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। সিনেমাগুলো তৈরি হবে ভারতে, কিন্তু সেগুলো সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভাল সিনেমা পৌঁছে দেবে।

প্রথম সিনেমার মতোই ‘সালার ২’ পরিচালনা করবেন প্রশান্ত নীল। যা মুক্তি পাবে ২০২৬ সালে। অন্য দুটি সিনেমা যথাক্রমে ২০২৭ এবং ২০২৮ সালে মুক্তি পাবে। তবে অন্য দুই ছবি সম্পর্কে নির্মাতা বা প্রযোজনা সংস্থা এখনই কোনও তথ্য প্রকাশ করেননি।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘সালার ২’-এর প্রায় ২০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ছবির পরবর্তী শিডিউলের জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

Facebook Comments Box

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com